বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের প্রথম নারী অর্থ সচিব

দেশের প্রথম নারী ও ২০তম অর্থ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা ইয়াসমিন। তিনি ইতিপূর্বে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ছিলেন। ১১ জুলাই তিনি নতুন দায়িত্ব নেবেন।

স্বাধীন বাংলাদেশে প্রথম অর্থ সচিব ছিলেন কে এ জামান। ফাতিমা ইয়াসমিন দেশের ২০তম অর্থ সচিব।
ফাতিমা ইয়াসমিন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৬ জুন) পদোন্নতি ও পদায়ন সংক্রান্ত একটি আদেশ জারি করে।

ফাতিমা ইয়াসমিন ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনিক ক্যাডারে যোগদানের পর কৃষি মন্ত্রণালয়ে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেন। তিনি মহিলা ও শিশুবিষয়ক এবং প্রতিরক্ষার পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের দায়িত্ব পালন করেন।

আরেক প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের সদস্য শরিফা খান (সচিবকে) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব করা হয়েছে।

২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রথম নারী সচিব হিসাবে যোগ দেন ফাতিমা। এই দায়িত্ব আসার আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ইনস্টিটিউট অব পাবলিক ফিন্যান্সের মহাপরিচালক ছিলেন। এর আগে ইআরডিতে থাকা অবস্থায় বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, এডিবি ও আইডিবির সঙ্গে কাজ করেছেন ফাতিমা।

ইআরডির নতুন সচিব শরিফা খানও বিসিএসের ১৯৯১ ব্যাচের কর্মকর্তা। তিনি কৃষি মন্ত্রণালয়, বিপিএটিসি, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা, বিশ্ব বাণিজ্য সংস্থা সেল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
শরিফা ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি থেকে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে স্ত্রীর মরদেহ রাস্তায় ফেলে পালাল স্বামী!

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন