ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশের আর্থিক সক্ষমতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া।

দেশ ও জাতির প্রতি সেবার মনোভাব নিয়ে নিজ নিজ কর্তব্য পালনের আহ্বান জানিয়ে গোলাম দস্তগীর বলেন, দেশ আমাদের-আপনাদের সবার। এই দেশ উন্নত হবে। তখন আপনারই মা-বাবা, ভাই-বোন যারা, তারা এবং আপনার ভবিষ্যৎ বংশধর সুন্দরভাবে বাঁচতে পারবে। এ কথা মনে রেখে দেশ ও জাতির প্রতি সেবার মনোভাব নিয়ে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে। দেশকে ভালোবাসতে হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন