যশোরে রবিবার থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। জেলায় ২ হাজার ২৮৮ টি কেন্দ্রে ৩ লাখ ২৪ হাজার ৮৬৬ শিশুকে এ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুর নীল রঙ্গের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে লাল রঙ্গের ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার যশোর জেনারেল হাসপাতালের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ^াস।
এ সময় স্বাস্থ বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল নাজমুস সাদিক সার্জন ডা. রাসেল ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
আনন্দবাজার/শহক