ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২০৩০ সাল নাগাদ কর্মসংস্থান হবে ৩ কোটি যুবকের : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন ২০৩০ সালের মধ্যে ৩ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে। তিনি বলেন, আমি আশা করি ভবিষ্যতে কারোরই কর্মসংস্থানের অভাব থাকবে না।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা জানান ।

অর্থমন্ত্রী বলেন, প্রবৃদ্ধি অর্জনে বিশ্ব সেরা বাংলাদেশ। দেশের সার্বিক অগ্রগতির রূপকার হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু দেশের প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখছেন দেশের সকল শ্রেণীর মানুষেরা ।

অর্থমন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরেই আমরা ৮ দশমিক ২৫ শতাংশ থেকে ৮ দশমিক ৩০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশায় রয়েছে, যা ২০২৪ সাল নাগাদ দাঁড়াবে ১০ শতাংশে এবং সেটা অব্যাহত থাকবে।

বিশ্বে যে কয়েকটি দেশের রপ্তানি আয় খুব দ্রুত বাড়ে চলছে তার মধ্যে বাংলাদেশ একটি এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের গড় আয়ু বেড়েছে, ক্ষুধা এবং দারিদ্রের হার পূর্বের তুলনায় অনেক কমেছে। এটাকে কোন কল্প কাহিনীর মত মনে হলেও এটাই বাস্তবতা। আর এতে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অবদান রয়েছে । কেননা আমাদের উৎপাদন আর চাহিদা আমরা নিজেরাই তৈরি করি। তাই আমাদের আর্থিক খাতে বর্তমানে কোন রকম ঝুঁকি নেই। আমাদের রয়েছে কর্মদক্ষ ভবিষ্যত যুবশক্তির সম্ভাবনা।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন