ঢাকা | রবিবার
১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাড়ি নয় প্রথমদিন হাঁটা যাবে

গাড়ি নয় প্রথমদিন হাঁটা যাবে

উদ্বোধনের আগে দিন ২৪ জুন পায়ে হেঁটে জনসাধারণকে পদ্মা সেতু পারাপারের সুযোগ দেওয়া হতে পারে। আর ২৫ জুন উদ্বোধনী দিনে কোনো গাড়ি চলবে না। তবে ২৬ জুন থেকে টোল দিয়ে যান পারাপার হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘সেতু উদ্বোধনের দ্বিতীয় দিন (২৬ জুন) জনসাধারেণের জন্য যান চলাচল উন্মুক্ত করে দেওয়া হতে পারে। উদ্বোধনের দিনও কিছু যান চলাচলের সুযোগ দেওয়া হতে পারে।’ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মনে রাখবেন যে, ২৫ তারিখে কোনও গাড়ি পদ্মা সেতুর ওপর দিয়ে যাবে না। ২৬ তারিখ সকাল থেকে টোল দিয়ে পদ্মা সেতুতে যান চলাচল করতে পারবে। আগের দিন কিছু সময়ের জন্য হয়তো খোলাও হতে পারে। সেটা এখনও নিশ্চিত না। পায়ে হেঁটে হয়তো যাতায়াত করতে পারবে, এটার জন্য সময়সীমা দেওয়া হবে। সে চিন্তাভাবনা চলছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অনেক ঘটনা ঘটছে। পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে অনেকে ষড়যন্ত্র করছে। এমনকি উদ্বোধনের দিন একটা ঘটনা ঘটানোর জন্য অনেকে কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করছে।’ কাদের বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে। যাতে শত্রু ভেতরে ঢুকে কোনও ধরনের অন্তর্ঘাত করতে না পারে। এই কথাটা বলার জন্য বিশেষ করে আমি আপনাদের সামনে এসেছি। সবাই সেদিন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবেন।’

এর আগে সভায় পদ্মা সেতু উদ্বোধনের দিন নেতাকর্মীদের সাবধানে চলাফেরা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সংক্ষিপ্ত বার্তায় (এসএমএস) তিনি এ নির্দেশ দেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রধানমন্ত্রীর এ বার্তাটি পড়ে শোনান।

সংবাদটি শেয়ার করুন