শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

লোকালয়ে অজগর

লোকালয়ে অজগর

শরণখোলার লোকালয় আবারো সুন্দরবনের থেকে আসা একটি অজগর হানা দিয়েছে। তবে অজগর টি উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে শরণখোলার গ্রামাঞ্চল থেকে বিশালাকার দু’টি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হলো।

বনবিভাগ সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে সুন্দরবন থেকে একটি বিশালাকার অজগর উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের হায়দার আলীর বাড়ীতে মুরগীর খোপে হানা দেয়। অজগরটি একটি মুরগি খেয়ে ফেলে। গৃহকর্তা টের পেয়ে বন বিভাগকে খবর দেয়। বনরক্ষীরা ভিটিআরটি ও সিপিজি সদস্যদের সহায়তায় অজগরটি ধরে ধানসাগর ফরেষ্ট ষ্টেশনে নিয়ে যায়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আবদুস সবুর বলেন, লোকালয় থেকে প্রায় ১৫ফুট দৈর্ঘ্যরে আনুমানিক ২০ কেজি ওজনের বিশাল অজগরটি মঙ্গলবার বিকেলে ধানসাগর ষ্টেশনের বনে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার একই ভাবে উপজেলার বনসংলগ্ন সোনাতলা গ্রামের রাজ্জাক হাওলাদারের হাঁসের খোপ থেকে বিশালাকার আরো একটি অজগর উদ্ধার করা হয়েছিলো ।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পতেঙ্গা সৈকত উন্মুক্ত

সংবাদটি শেয়ার করুন