ঢাকা | রবিবার
২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবিতে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবিতে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সারাদেশে সাংবাদিক নির্যাতন নিপীড়ন বন্ধ এবং সাংবাদিক ফজলে এলাহির মুক্তির দাবীতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বুধবার বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয়।

কর্মসূচীতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক মনিরুল ইসলাম মনু, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক ইউনিয়নের আহবায়ক আল ফয়সাল বিকাশ, প্রেস ইউনিটের জেলা সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সময় টিভির প্রতিনিধি এনএ জাকির।

অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু বলেন, পাহাড়ের সাহসি চারণ সাংবাদিক ফজলে এলাহি। মামলা দিয়ে গ্রেপ্তার করে কন্ঠরোধ করা সম্ভব নয়। ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ গ্রেপ্তার করে। পরে গতকাল বুধবার তার জামিন মঞ্জুর করে আদালত। তিনি এনটিভির রাঙ্গামাটি জেলার স্টাফ রিপোর্টা ও জাতীয় দৈনিক কালের কণ্ঠ এবং চট্টগ্রামের দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছে।

সংবাদটি শেয়ার করুন