মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ চেকপোস্টে জব্দ ৯৩০ বাইক

১৫ চেকপোস্টে জব্দ ৯৩০ বাইক
  • ৩০ লাখ টাকা জরিমানা

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কুমিল্লা মহানগরীর বিভিন্ন পয়েন্টে  ১৫টি চেকপোস্ট বসিয়েছে জেলা পুলিশ।

কুমিল্লা সিটি নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে এসব চেকপোস্টে রাত দিন কাজ করছে পুলিশ। এসব চেকপোস্টে তল্লাসী চালিয়ে ইতিমধ্যে ৯৩০টি কাগজপত্রবিহীন মোটরসাইকেল জব্দ করে প্রায় ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার বিকেলে কুমিল্লা পুলিশ লাইন্স মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ।

তিনি আরো বলেন, আজ থেকে  আরো ৫০ জন আমর্ড পুলিশ মোতায়েন করা হয়েছে এসব চেকপোস্টে। একই সাথে অবৈধ অস্ত্র উদ্ধারেও পুলিশ কাজ করছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রাজন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সোহান সরকার এবং ডিআইওয়ান মনির আহমেদ  উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আমলারা সাধারণ মানুষকে বন্ধু মনে করে না : হাইকোর্ট

সংবাদটি শেয়ার করুন