ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সার্ককে বাঁচানোর আকুতি

দক্ষিণ এশিয়ার সংগঠন সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। গতকাল মঙ্গলবার সফররত সার্ক মহাসচিব এসালা ভিরাকুনের সঙ্গে এক বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সার্ককে গতিশীল করার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান সমস্যাগুলোর সম্ভাব্য সমাধানের জন্য নতুন পদক্ষেপ খুঁজে বের করার পরামর্শ দেন পররাষ্ট্র সচিব।

সার্কের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির কথা জানিয়ে সংস্থাটির টেকসই উন্নয়নের জন্য সব ধরনের সহায়তা দেওয়ার বিষয়েও মহাসচিবকে আশ্বস্ত করেন মাসুদ বিন মোমেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন