ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিটনেস-রোডপারমিট ছাড়াই চলছিল সেইফ পরিবহনের বাস

ফিটনেস-রোডপারমিট ছাড়াই চলছিল সেইফ পরিবহনের বাস
  • মামলা দায়ের

সাভারের বলিয়ারপুরে দুই বাস ও ট্রাকের সংঘর্ষে পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তাসহ চার জন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। এছাড়াও নিয়ন্ত্রন হারিয়ে বাস ও ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনায় সেইফ পরিবহনটির ফিটনেসে ছিলো না। রোড পারমিট ছাড়াই সড়কে চলছিল বাসটি।

মামলার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, রবিবার রাতেই সাভার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. ফজলুল হক বাদী হয়ে এই মামলা করেছেন। সেইফ লাইন পরিবহনসহ চালক ও সহযোগী পলাতক থাকায়, শুধু পরিবহনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।

এদিকে বিআরটিএর সাভার জোনের পরিদর্শক সাজ্জাদুর রহমান বলেন, পুলিশের কাছ থেকে পাওয়া বাসের নম্বর অনুযায়ী ( ঢাকা মেট্রো ব-১৪-৫৮৭৮ ) সেই বাসের ফিটনেস ও রোড পারমিট ছিলো না। এই গাড়িটির সর্বশেষ ২০১৪ সাল পর্যন্ত ফিটনেস ছিলে। এছাড়াও রোড ট্যাক্স দেওয়া ছিল ২০১৫ সাল পর্যন্ত।

এই কর্মকর্তা আরো বলেন, গাড়িটির সামনের অংশ ধমুড়ে মুচড়ে গিয়েছে। সে কারনেই নম্বর প্লেটটিতে থাকা নম্বর খুজে পাওয়া যায়নি। পরে পুলিশের কাছ থেকে তারা বাসের নম্বর পেয়েছে সে অনুযায়ী রোড পারমিট ও ফিটনেছ ছাড়াই চলছিল গাড়িটি।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, সেইফ লাইন পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে এই দুর্ঘটনা ঘটায়। এর জন্যই সেইফ লাইন পরিবহনের চালক সংশ্লিষ্টদের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা ।

উল্লেখ্য, রবিবার সকালে সাভার থেকে ঢাকা যাওয়ার পথে সেইফ লাইন পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে সড়কের আইল্যান্ড উপরে উঠে বিপরীত পাশের চলন্ত পরমানু শক্তি কমিশনের বাসে গিয়ে ধাক্কা দেয় । এসময় একটি ট্রাকের সাথেও সংঘর্ষ হয় ওই বাসের । এ ঘটনায় পরমানু শক্তির বৈজ্ঞানিক কর্মকর্তাসহ চারজন নিহত হয় ।

সংবাদটি শেয়ার করুন