- অনিবন্ধিত ৫ ডায়াগনস্টিক-হাসপাতাল বন্ধ ঘোষণা
সারা দেশে অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান চলছে। স্বাস্থ্য বিভাগ বলছে, চিকিৎসাক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এমন উদ্যোগ চলমান থাকবে। জাতীয় সিদ্ধান্তের পরিপেক্ষিতে মিরসরাইয়ে নিবন্ধনহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। নিবন্ধন না থাকায় অনিবন্ধিত একটি হাসপাতাল, তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও একটি ফিজিওথেরাপি সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। গত শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন।
বন্ধকৃত প্রতিষ্ঠানগুলো হলো বড়তাকিয়া চক্ষু হাসপাতাল, নিউ মোহাম্মদিয়া ল্যাব, আবুতোরাব ডায়াগনস্টিক সেন্টার, রিয়েল ডায়াগনস্টিক সেন্টার ও মিরসরাই ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন জানান, উপজেলার কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করে নিবন্ধন না থাকায় একটি চক্ষু হাসপাতাল, ৩টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফিজিওথেরাপি সেন্টার সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধকৃত কোন প্রতিষ্ঠান যদি স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়া প্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা করে তাহলে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান উপজেলাব্যাপি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এর আগে গত মাসের ২৬ তারিখ নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো ৭২ ঘন্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান হাসপাতাল শাখার পরিচালক বেলাল হোসেন। তবে, সে নির্দেশনা অমান্য করে নিবন্ধন না থাকা স্বত্বেও খোলা রাখা হয়েছিলো মিরসরাইয়ের বেশ কিছু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার । তাই শনিবার উপজেলার বেশকিছু বাজারে অভিযান চালিয়ে ৫ টি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করেছে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিন।