ঢাকা খুলনা মহাসড়ক
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জামতলা এলাকায় সস্প্রসারিত সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে। সড়কের মাঝখানে পল্লীবিদ্যুতের খুঁটি তিনটি থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
জানা যায়, ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার জামতলা এলাকায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পে ৫শ’ মিটার মহসড়কের দুই পাস সম্প্রসারণ, ডিভাইডার স্থাপন ও সৌন্দর্য বর্ধনের কাজের দুই পাস সম্প্রসারণ করে সড়কে কার্পেটিংয়ের কাজ সমাপ্ত করা হয়েছে।
সম্প্রসারিত সড়কটির মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে সড়ক সম্প্রসারণ করে কার্পেটিংয়ের কাজ সমাপ্ত করায় দূর্ঘটনার আশঙ্কা নিয়েই প্রতিনিয়তই চলাচল করছে যানবাহন।
সরেজমিন দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ জামতলা এলাকায় সড়ক সম্প্রসারণ, ডিভাইডার স্থাপন ও সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে। এরই মধ্যে দুই পাশের সড়ক সম্প্রসারণ এর সড়কের মাঝখানেই ৩টি বৈদ্যতিক খুঁটি রেখেই কার্পেটিংয়ের কাজ সমাপ্ত করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে খুঁটিগুলোর আশপাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় বিভিন্ন যানবাহন এবং ডিভাইডার স্থাপন ও সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে।
রিকশাচালক রইচ বলেন, এ সড়কটি যান চলাচলে সারাদিন ব্যস্ত থাকে। আমরা এখান দিয়েই চলাচল করি কিন্তু অতি সতর্কতার সাথে। একটু এদিক ওদিক হলেই চরম বিপদ।
স্থানীয় বাসিন্দা আ. কুদ্দুস, দোকানদার সাহিন শেখসহ অনেকেই বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এখান দিয়ে রাতদিন ২৪ ঘন্টা সব রকম যানবাহন চলাচল করে। এই রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে রাস্তার কাজ শেষ করেছে। রাস্তার মাঝখানে যেভাবে খুঁটিগুলো রয়েছে তাতে যে কোন সময় বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটতে পারে। তাই কর্তৃপক্ষের উচিত দ্রুতই এই খুঁটিগুলো অপসারণ করা।
অটো চালক জাহিদ হোসেন বলেন, এ সড়কটি যান চলাচলে সারাদিন ব্যস্ত থাকে। আমরা এখান দিয়েই চলাচল করি অতি সতর্কতার সাথে। একটু এদিক ওদিক হলেই চরম বিপদ। যেহেতু এটা ব্যস্ততম সড়ক, সেহেতু দূর্ঘটনা এড়াতে দ্রুতই ওই খুঁটি গুলো অপসারণ করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
এ প্রসঙ্গে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. নুর আইন জানান, সড়ক সম্প্রসারণ করায় আমাদের ৩ টি বৈদ্যতিক খুঁটি সড়কের মাঝখানে পড়ে আছে। ওই লাইন দিয়েই গোয়ালন্দ উপজেলায় বিদ্যু সরবরাহ করা হয়েছে। কাজেই হুট করেই খুঁটিগুলো সরানো সম্ভব নয়। তবে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতের ওই খুটি গুলো স্থানান্তর করা হবে বলে তিনি জানান।