ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ)র ফ্যামিলি ডেতে অনুষ্ঠিত র্যাফেল ড্রর বিজয়ীদের হাতের পুরস্কার তুলে দেয়া হয়েছে। এতে প্রথম হয়েছিলেন দৈনিক আনন্দবাজার এর প্রতিবেদক মোহাম্মদ আনিসুজ্জামান, দ্বিতীয় দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টার রফিকুল ইসলাম এবং তৃতীয় ইকোনোমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) সভাপতি শারমীন রিনভী।
রবিবার (৫ জুন) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে অনুষ্ঠিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) শীর্ষক কর্মশালা শেষে তাদের হাতে পুরস্কার হিসেবে মোটরসাইকেলের কাগজপত্র হস্তান্তর করা হয়।
গত ১ এপ্রিল সিএমজেএফ ফ্যামিলি ডে ২০২২ এ র্যাফেল ড্রটি অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল তিনটি স্পন্সর করেছে ইউসিবি স্টক ব্রোকারেজ, ইউসিবি ইনভেস্টমেন্ট ও ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।
এ সম্পর্কে জানতে চাইলে আনিসুজ্জামান বলেন, এটি সিএমজেএফের লটারিতে আমার দ্বিতীয় বারের মতো প্রথম বিজয়ী পুরস্কার পাওয়া। এর কয়েক বছর আগে সংগঠনের আরেকটি র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ল্যাপটপ পেয়েছিলাম। তিনি বলেন, পুরস্কার পাওয়াতো সকলের জন্যই আনন্দের। আর সেটি যদি প্রিয় সংগঠনের হয় তাহলে তো কথাই নেই। সংগঠনের সঙ্গে যুক্তদের প্রতি ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসিবি স্টক ব্রোকারেজের সিইও রহমত পাশা, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেনন্টের সিইও রাশেদ হাসান , ইউসিবি ইনভেস্টমেন্টের সিইও তানজিম আলমগীর, সিএমজেএফের সাবেক সভাপতি হাসান ইমাম রুবেল ও ইআরএফের সভাপতি শারমীন রিনভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর ডিজিএম সাইয়িদ মাহমুদ জুবায়ের ও মার্কেট ডেভেলেপমেন্ট বিভাগের সিনিয়র ম্যানেজার সৈয়দ ফয়সাল আব্দল্লাহ।
আনন্দবাজার/শহক