ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : নিহতদের ২ লাখ, আহতদের ৫০ হাজার টাকা সহায়তা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। আজ রবিবার এক শোক বার্তায় প্রতিমন্ত্রী শ্রমিক নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

শ্রম প্রতিমন্ত্রী এই শোক বার্তায় স্মরণকালের এ ভয়াবহ দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন। আহতদের চিকিৎসায় আরও সহায়তার প্রয়োজন হলে তাও দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ সহায়তা দেয়া হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন