ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন মোবাইল না পেয়ে কিশোরের আত্মহত্যা

নতুন মোবাইল না পেয়ে কিশোরের আত্মহত্যা

কুষ্টিয়ার মিরপুরে নতুন মোবাইল ফোন না পেয়ে জুয়েল ইসলাম (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সকালে মিরপুর কবরবাড়ীয়া বাইবাস সড়কে এ ঘটনা ঘটে। সে মিরপুর উপজেলার কবরবাড়ীয়া এলাকার শের আলীর ছেলে জুয়েল ইসলাম।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে জুয়েল নতুন মোবাইল ফোনের বায়না ধরে। বেশি দামে মোবাইল ফোন কিনে দিতে অস্বীকার করায় রাতের অন্ধকারে বাড়ী থেকে বের হয়ে হয় জুয়েল। পরে ফাঁকা মাঠে গিয়ে কীটনাশক পানে ঘটনাস্থলে তার মৃত্যু।

পরে স্থানীয়রা সকালের দিকে তার মরদেহ বাইপাস সড়কের পাশে পড়ে থাকলে পুলিশ খবর দেয় তারা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ বিষয় মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে থানায় অপমৃত্য মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন