ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাগজের দাম বৃদ্ধিতে বই সংকট

কাগজের দাম বৃদ্ধিতে বই সংকট
  • বিপাকে কারিগরি শিক্ষার্থীরা

সিরাজগঞ্জে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বই সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন এ কোর্সের শিক্ষার্থীরা। ফাইনাল সেমিষ্টারের পরীক্ষার পরই প্রতিবছর বাজারে বই পাওয়া গেলেও এ বছর বই পাওয়া যাচ্ছে না।

সরজমিনে দেখা যায়, বইয়ের দোকানগুলোতে শুধুমাত্র ডিপ্লোমা ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও সকল টেকনোলজির ৫ম সেমিষ্টারের বই পাওয়া যাচ্ছে। তবে, সিভিল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইলেকট্রনিকস টেকনোলজি, আরএসি টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজিসহ অন্যান্য টেকনোলজির বই সংকট রয়েছে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, শুধুমাত্র সিরাজগঞ্জে নয় দেশের সকল জেলাতেই বই সংকট দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা জানান, আমাদের প্রায় ১ মাস হলো ক্লাস শুরু হয়েছে। বর্ষ মধ্য ও সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় প্রায় এসেছে। এখন পর্যন্ত ফুল সেট বই ক্রয় করতে পারি নাই। এতে আমাদের লেখা পড়া হুমকির মুখে পড়ছে।

সিরাজগঞ্জ ব্রিলিয়ান্ট লাইব্রেরির ম্যানেজার মহসিন আলম জানান, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ২০১৬ প্রবিধান পরিবর্তন হয়ে নতুন প্রবিধান ও কাগজের দাম বৃদ্ধির কারণে বই সংকট দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন