ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তিনটি বিভাগে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে

রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল থেকে রোববার এ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, মূলত শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। গত দু-একদিন ধরে আমরা এ পূর্বাভাস দিয়ে আসছিলাম। পশ্চিমা লঘুচাপ এ অঞ্চলের উপর দিয়ে অতিক্রমের প্রভাবেই কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের দু-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন