ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা-কলকাতা ট্রেন চলাচল শুরু

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর খুলনা-কলকাতা রুটে যাত্রা শুরু হয়েছে। শুরুর দিন ১৯ যাত্রী নিয়ে এসে আবার ৪৫ জন নিয়ে খুলনা ছেড়েছে বন্ধন এক্সপ্রেস।

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, রবিবার সকাল ৭টা ১০ মিনিটে ১৯ জন যাত্রী নিয়ে ট্রেনটি বেলা সাড়ে ১২টায় খুলনা স্টেশনে পৌঁছায়। এক ঘণ্টা পর দুপুর দেড়টায় সেটি ৪৫ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে খুলনা ছেড়ে যায়।

তিনি জানান, যশোর স্টেশন থেকে আরও যাত্রী নিয়ে বেনাপোল বন্দর হয়ে বিকাল ৬টা ১০ মিনিটে কলকাতা পৌঁছানোর কথা রয়েছে।

স্টেশন মাস্টার আরও জানান, খুলনা থেকে কলকাতার এই রুটের দূরত্ব ১৭৫ কিলোমিটার। ভাড়া ধরা হয়েছে এসি চেয়ার এক হাজার ৫৩৫ টাকা, এসি কেবিন দুই হাজার ৫৫ টাকা।

মানিক চন্দ্র সরকার জানান, সপ্তাহে দুই দিন রোববার ও বৃহস্পতিবার ‘বন্ধন এক্সপ্রেস’ চলাচল করবে। আগের মতোই এর আটটি যাত্রীবাহী বগিতে আছে ৪৫৬টি আসন। এর মধ্যে এসি কেবিন ১৪৪টি এবং এসি চেয়ার ৩১২টি।

এ পথে রেল চলাচল শুরু হয় ২০১৭ সালের ১৬ নভেম্বর। করোনাভাইরাস মহামারীতে ২০২০ সালের ১৫ মার্চ বন্ধ হয়ে যায় রেল চলাচল।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন