ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

লাইসেন্স ছাড়া কেক বিক্রি, জরিমানা

মান সনদ না নিয়ে কেক বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগরীর পল্লবী এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসময় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে সিএম লাইসেন্স ছাড়া স্পঞ্জ কেক বিক্রি ও বাজারজাতের অপরাধে ‘আহসানস ডেইলি হট কেক’ এবং ‘আল আমিন হট কেক’কে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে। প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) সিকান্দার মাহমুদ দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন