ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক তাহমিনা আখতার জানিয়েছেন, বর্তমানে পুরুষরাও নারীর হাতে নিগৃহীত হচ্ছেন। রাজধানী ঢাকায় ৬০ ভাগ পুরুষ নারী নির্যাতনের শিকার বলে জানান তিনি।
আজ রবিবার দুপুরে ফরিদপুরে ‘করোনা-পরবর্তী বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় গৃহীত পদক্ষেপ’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক তাহমিনা আখতার।
নারীবাদী মানে পুরুষকে অস্বীকার করা না উল্লেখ করে তাহমিনা আখতার বলেন, আমাদের বাবা, ভাই, স্বামী সবাই পুরুষ। তাদেরও দরকার রয়েছে। বরং নারীশিক্ষার প্রসার দরকার এই নিগ্রহ ও নির্যাতনের প্রতিকারের স্বার্থে।
তিনি আরও বলেন, বর্তমানে পুরুষেরাও নারীর হাতে নিগৃহিত হচ্ছেন। রাজধানী ঢাকাতে ৬০ ভাগ পুরুষ নারীর নির্যাতনের শিকার।
রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের উদ্যোগে শহরের বায়তুল আমান ক্যাম্পাসে ভবনের তৃতীয় তলায় এ সেমিনারের আয়োজন করা হয়।
বিভাগীয় প্রধান অধ্যাপক এবিএএম সাইফুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নিয়েছেন উপাধ্যক্ষ অধ্যাপক এস এম আব্দুস সালাম এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আশরাফুল আজম। সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা।
আনন্দবাজার/টি এস পি