ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মাছ বেচে বাড়ি ফেরা হলো না

মাছ বেচে বাড়ি ফেরা হলো না

মাছ বিক্রির উদ্দেশ্যে ভোর রাত বাড়ি থেকে বেরিয়ে এসে আর বাড়ি ফেরা হয়নি হারেছে মিয়া (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর। গতকাল শনিবার সকাল ৮টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর-বাংগড্ডা সড়কের মৌকরা ইউপি বিরুলি গ্রামে শাহ আলী সুপার নামক একটি বাস পুকুরে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। তিনি উপজেলার রায়কোট উত্তর ইউপির রায়কোট গ্রামের মৃত. সিরাজ মিয়ার ছেলে। দীর্ঘ ২০ বছর ধরে এলাকায় মাছ ব্যবসা করে আসছেন।

সরেজমিনে গিয়ে জানায়, মাছ বিক্রি করার উদ্দেশ্যে ভোর রাতে মৌকরা ইউপি মোড়েশ্বর গ্রামে আলমাছ মেম্বারের চাষের পুকুরে যান। ওখানে মাছ বিক্রি শেষে আকাশে বৃষ্টি দেখে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। হাসানপুর থেকে ছেড়ে আসা শাহ আলী সুপার (ঢাকা মেট্রো- জ-১৪১১৭৩) নাম্বারের একটি বাসে মৌকরা গ্রামে থেকে উঠেন হারেছ। তখন বাসটি চালাচ্ছেন হেলপার কবির। বাসটি যখন বিরুলি গ্রামের ইউছুফের বাড়ির পুকুরে পাড়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। দ্রুত স্থানীয় লোকজন বাসে থাকা আহত অবস্থায় ৫ যাত্রীকে উদ্ধার করেন। ড্রাইবার জাহাঙ্গীর বাসে আর কোন লোক নেই বলে পালিয়ে যায়। দুপুর ১২ টার দিকে দুটি কেরান বাসটি উদ্ধার করতে আসেন। কেরান দুটি যখন বাসটি রাস্তায় তুলেন তখনি বাসে চাপা পড়া একটি লাশ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন এটি মাছ ব্যবসায়ী হারেছ মিয়ার লাশ বলে চিহ্নিত করেন।

প্রত্যক্ষদর্শী স্বপন ও ইউছুপ বলেন, আমরা দুইজন পুকুর পাড়ের দোকানে চা খাচ্ছিলাম। এ সময় বাসটি পুকুর পড়ে যায় তখন আমরা কয়েকজন দৌড়ে গিয়ে সকলকে উদ্ধার করি। এময় হেলপার গাড়ীটি চালাচ্ছিলেন তখন হেলপারকে জিজ্ঞেস করলে তিনি আমাদের জানায় ৪ জন যাত্রী ছিল বাসে। চার ঘন্টা পর যখন বাসটি উদ্ধার করে তখন বাসের নিচে মরদেহ পাওয়া যায়। সে সময় আমাদের নিষেধ না করলে হয়ত লোকটি বেঁচে যেত। মূলত এ বাস গুলো ঢাকা চট্টগ্রামে বাতিল হওয়া ফিটনেস বিহীন কুমিল্লা থেকে বিভিন্ন রুটে চলাচলকারী এসকল বাস কয়েকটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে টৌকনের মাধ্যমে চলে।

এর আগে গত ২৯ এপ্রিল লালমাই উপজেলার গৈয়ারভাঙা এলাকায় বাস থেকে দুই শিক্ষার্থীকে মারধর করে পেলে দিলে শান্তির বাজারে ৬ ঘন্টা বাস আটকে রাখে। ফিটনেস বিহীন এসকল বাস চলাচলের কারনে প্রায়ই দূর্ঘটনা ঘটে।                     

নিহতের স্ত্রী ফিরোজা বেগম স্বামীর মৃত্যুর খবর পেয়ে বার বার জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তিনি বলেন, তার স্বামী মাছ বিক্রি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আসেন। দুপুরের দিকে তার মৃত্যুর খবর শুনি।

এ প্রসঙ্গে নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করুন