ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘চক্ষু চিকিৎসায় সব উপজেলায় হবে ভিশন সেন্টার’

চক্ষু চিকিৎসায় বাংলাদেশ অনেক অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আমরা দেশের প্রতিটি উপজেলায় চক্ষু সেবাদানে জোর দিয়েছি। বর্তমানে দেশের ১০০টি উপজেলায় ভিশন সেন্টার আছে। আমরা দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে ভিশন সেন্টার করবো।

আজ বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউটে অপথালমোলজি সোসাইটি অব বাংলাদেশের (ওএসবি) ৪৯তম বার্ষিক জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, আমাদের চক্ষু চিকিৎসায় অনেক জনবল এখনো কম আছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে অনেক অপারেশন আমরা এখনো দেশে করাতে পারি না। আমাদের চক্ষু চিকিৎসক আরও বাড়াতে হবে। মানুষ কর্ণিয়া দান করতে এখনো আগ্রহী নয়। এক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আমাদের মানুষকে এই বিষয়ে আগ্রহী করতে হবে।

কমিউনিটি ক্লিনিকের বিষয়ে মন্ত্রী জানান, আমরা হাজার গুণে ভালো আছি, স্বাস্থ্য খাতে অনেক উন্নয়ন হয়েছে। ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছেছে। আমাদের ইপিআই কর্মসূচি (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) সারা বিশ্বে প্রশংসিত। ভিটামিন-এ ক্যাপসুলের ফলে দেশে রাতকানা রোগ নির্মূল হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন