বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টানা ২৫ দিন মৃত্যুহীন, নতুন শনাক্ত ৩৩

গত ২৪ ঘণ্টায় দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৩ জন। এ সময়ে এ ভাইরাসের সংক্রমণে কারো মৃত্যু হয়নি। কিন্তু নতুন করে সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২৬৯ জন রোগী। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

নতুন করে প্রাণহানি না হওয়ায় মোট মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ গত ২০ এপ্রিল দেশে করোনায় একজনের মৃত্যুর খবর জানা গিয়েছিল। এরপর টানা ২৫ দিন এ ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ১২৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ১২ জন। সুস্থ মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৪১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ৩ হাজার ৮৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৮১৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ১২ ঘণ্টার অপেক্ষা করোনা পরীক্ষার জন্য!

সংবাদটি শেয়ার করুন