বিশেষ প্রয়োজন না থাকলে দেশের সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। আজ বৃহস্পতিবার এক পরিপত্র জারির মাধ্যমে এই নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
পরিপত্রে বলা হয়েছে, কভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের পেক্ষাপটে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত সব ধরনের এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর, এপিএ এবং ইনোভেশনের আওতাভুক্ত বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। এছাড়া বন্ধ থাকবে বিভিন্ন কর্মশালা বা সেমিনারের অংশ নেয়ার জন্য বিদেশ ভ্রমণও।
অর্থ বিভাগের উসচিব মোহাম্মদ শওকত উল্লাহর সই করা পরিপত্রে আরও বলা হয়, এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে গতকাল এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন, উপযুক্ত কারণ ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে।
আনন্দবাজার/টি এস পি




