মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় প্রতিষ্ঠা করা হলো মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংরক্ষণশালা। প্রায় ৩১ লাখ টাকা ব্যয়ে পৌরসভার তৃতীয় তলায় জাদুঘরটির উদ্বোধন করেন বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর প্রশাসক আব্দুল কাদের বেপারী ও সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।
এ জাদুঘরে মুক্তিযুদ্ধে অবদান রাখা বঙ্গবন্ধুর বিভিন্ন কার্যকলাপসহ জেলার ৫ উপজেলার সকল মুক্তিযোদ্ধার নামের তালিকা ও তাদের মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘরে স্থান পায়। এছাড়া গ্রাম বাংলার হারিয়ে যাওয়া প্রয়োজনীয় জিনিসপত্র নতুন প্রজন্মের জন্য জাদুঘরে হিসেবে রাখা হয়েছে। জাদুঘরটি অফিস বন্ধ ছাড়া প্রতিদিন সকাল ১০টা বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।