ঢাকা | শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বোরো কাটা-মাড়াইয়ে ব্যস্ত চাষি

বোরো কাটা-মাড়াইয়ে ব্যস্ত চাষি

দিনাজপুরের বিরামপুরে বোরো ক্ষেতে কোন রোগ বালাই না থাকা ও অনুকূল আবহাওয়া থাকায় এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। শুরু হয়েছে বোরো ধান কাটা মাড়াইয়ের কাজ। বোরো  চাষিরা ব্যস্ত সময় পার করছে নতুন ধান ঘরে তোলার কাজে। বর্ষার পানি আকাশ থেকে ঝরার আগেই তারা তাদের কষ্টে অর্জিত ধান ঘরে তুলতে মরিয়া হয়ে উঠেছে। অনেকে ধান কাটার জন্য শ্রমিক না পেলেও পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটা শুরু করেছে।

চলতি বর্ষা মৌসুমে কালবৈশাখী ঝড় আসার আগেই মাঠের ধান ঘরে তোলার জন্য কৃষাণ-কৃষাণীরা এখন ব্যস্ত সময় পার করছেন। ফলনও হচ্ছে আশাতীত।

এ কারণে অনেক এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় হারভেস্টার মেশিনের মাধ্যমে দ্রুত ধান কাটা মাড়াইয়ের কাজ করা হচ্ছে।   

পৌর শহরের দাঁশআড়া গ্রামের কৃষক সেকেন্দার আলী জানান, তিনি এবার ৮ বিঘা জমিতে জিরাশাইল জাতের ধান চাষ করেছেন। অন্যান্য বছর ফলন কম হলেও এবার প্রতি বিঘা (০.৩৩ শতক) জমিতে ২৫/২৬ মন হারে ফলন হয়েছে।

বিরামপুর ঘাটপাড়স্থ ধানহাটীর আড়ৎদার হুমায়ুন কবীর জানান, সদ্য কেটে আনা সরু ধান ৯৫০ টাকা এবং মোটা ধান ৭শ’ টাকা মণ দরে বেচা-কেনা চলছে।

বিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল জানান, উপজেলায় এবার ১৫ হাজার ১শ’ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ১৫ হাজার ২০০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১শ’ হেক্টর বেশি। উৎপাদন লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। কৃষকদের আবাদকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে,  জিরাশাইল, ব্রি-২৮, ২৯, ৫৮, ৭৪, ৮১, ৮৮, ৮৯ সহ বিভিন্ন ব্র্যান্ডের হাইব্রিড জাতের ধান।

সংবাদটি শেয়ার করুন