ঢাকা | রবিবার
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সয়াবিনের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

সয়াবিনের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও কালো বাজারীদের বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ অন্যান্য দাবিতে ফরিদপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কমিউনিস্ট পার্টি।

গত শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের জনতা ব্যাংক মোড়ে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ফরিদপুর জেলা কমিটির সভাপতি আযাদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, কাজী রুহুল আমিন, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের ঝিলটুলি, নীলটুলি, থানা রোড ও আলীপুর মোড় ঘুরে ইমাম উদ্দীন চত্তরে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন