ঢাকা | রবিবার
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

লিজ আছে দখল নাই

লিজ আছে দখল নাই
  • সরকারি পুকুর নিয়ে বিপাকে ইজারাদার

নওগাঁর মান্দায় উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে সরকারি পুকুর লিজ নিয়ে দখল না পাওয়ায় বিপাকে পড়েছেন আব্দুস সালাম নামে এক ইজারাদার। তিনি উপজেলার প্রসাদপুর ইউপির চকরাজাপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

উপজেলার ৭নং প্রসাদপুর ইউপির পারইনায়েতপুর মৌজার ৪ নম্বর খতিয়ানের ১২১৪ দাগের ৭০ শতক ০৫/৯১ নং ভি,পি কেসভূক্ত পুকুর লিজ নিয়ে দখল না পাওয়ায় গত ১১ এপ্রিল মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেন বলে জানান ভুক্তভোগী আব্দুস সালাম।

অভিযোগ রয়েছে, গত ২৯ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ভূমি অফিস থেকে উন্মুক্ত টেন্ডারে ২৯ জন দরপত্র আহ্বানকারীর মধ্যে সর্বোচ্চ ১ লক্ষ্য ৮৪ হাজার টাকার ডাক হয়। যা সরকারি ১০ পার্সেন্ট আয়কর ১৫ পার্সেন্ট ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার টাকায় তিন বছরের জন্য ইজারাপ্রাপ্ত হয়ে ভোগ দখলের অনুমতি পান মৎসজীবী আব্দুস সালাম।

অথচ বর্তমানে তার ইজারাপ্রাপ্ত ভিপি কেসভূক্ত পুকুরে পারইনায়েতপুর গ্রামের জনৈক প্রভাবশালী উজ্জ্বল কুমার নিয়ম বহির্ভুতভাবে পুকুরটি নিজ মালিকানা দাবি করে বিভিন্নভাবে হুমকি ধামকিসহ ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে পুকুরটি দখলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন বলে তার অভিযোগ।

উজ্জ্বল কুমার জানান, পুকুরটি আমার বাবা বিশ্বনাথ সরদারের ক্রয় করা সম্পত্তি, ইতোপূর্বে পুকুরটি সরকার লিজ দিয়ে আসছিল। তবে গত ৩০ চৈত্র মেয়াদ শেষ হওয়ার পরে আমারা দখলে নিয়ে মাছ ছেড়েছি। সেই মাছ তারা ধরে নিয়ে গেছে। ইজারা মালিক আব্দুস সালাম বলেন, লিজ নেওয়ার পরে পুকুর পরিচর্যার জন্য গেলে উজ্জ্বল এবং তার নেতৃত্বে একটি মহল বিভিন্নভাবে বাধা দিয়ে আসছে। অবশেষে নিরুপায় হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর, লিজ করা পুকুর বুঝে পাওয়ার জন্য লিখিত অভিযোগ দিয়েছি। আমি গরীব মানুষ, বর্তমানে আমি খুব বেকায়দায় আছি। আমি এর থেকে পরিত্রাণ পেতে চাই।

এ ব্যাপারে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, পুকুরটি সরকারের দখলে রয়েছে। সেজন্য উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে মৎসজীবী আব্দুস সালামকে লিজ দেয়া হয়েছে। লিজ করা ব্যক্তিই পুকুরে মাছ চাষ করবেন এটাই স্বাভাবিক। কিন্তু লিজ গ্রহিতাকে পুকুর দখলে নিয়ে মাছ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন