ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে শিক্ষা ও গবেষণাধর্মী সংগঠন মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস-এমডব্লিউইআর।
এমডব্লিউইআরের আহ্বায়ক ফারুক আহমাদ আরিফ ও যুগ্ম-আহ্বায়ক এনায়েতুল্লাহ কৌশিক এক শোকবার্তায় বলেন, জনাব মুহিত জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একজন সফল ও সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি জীবনের প্রারম্ভে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, পরিবেশ রক্ষাতে আন্দোলন, সংস্কৃতিপ্রেমী ও সফল অর্থনীতিবিদ। তার মৃত্যুতে পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তা’য়ালা তাকে বেহেস্ত নসিব করুন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
আনন্দবাজার/টি এস পি