গত ২৩এপ্রিল থেকে সাতক্ষীরায় তাপমাত্রা প্রচন্ডভাবে বেড়ে গেছে। এ প্রচণ্ড তাপদাহে স্থানীয় জনসাধারণ পড়েছে বিপাকে। তারা তাদের নিত্যকর্ম থেকে বিরত রয়েছে। সামনে ঈদ-উল-ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে তারা তাদের নিত্যকর্ম করতে পারছে না। চলছে রমজানমাস। এ রমজান মাসে প্রচণ্ড গরমে তাজের নাভিশ্বাস উঠেছে।
সূত্র জানায়, সাতক্ষীরা সদর উপজেলার ১১ নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে হিটস্ট্রোক জনিত কারণে মারা গেছে দুইজন। মো. মনোয়ারুল ইসলাম মনু এবং মশিউর রহমানের স্ত্রী মঞ্জু আরা খাতুন। এ অবস্থা চলতে থাকলে মানুষের দুর্ভোগ আরো চরম আকার ধারণ করবে। বৃষ্টির কোন দেখা নেই মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে গেছে।