জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন কর্তৃক ৬৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে জমির দলিল ও বাড়ীর চাবী হস্তান্তর করেন।
এ উপলক্ষে এক সভায় উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর এ শেফা প্রমুখ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় পাঁচবিবি উপজেলাতেও বসবাসরত গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।