গ্যাস সঞ্চালন লাইনের মেরামত কাজের জন্য ঈদুল ফিতরের দুই দিন সাভারে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন আ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জোবিঅ-সাভারের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো সায়েম।
তিনি জানিয়েছেন, সাভারে গ্যাস সঞ্চালন লাইনের সংস্কার কাজের জন্য ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিনি আরও জানান, ঈদের সময় সবক্ষেত্রে চাপ কম থাকবে। এছাড়া অন্যান্য দিনে কাজের চাপ এবং সড়কেও যানবাহন বেশি চলাচল করে। সবকিছু ভেবেই ঈদের দিন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বেছে নেয়া হয়েছে।
আনন্দবাজার/টি এস পি