ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলা বন্দরে ২৯শ শ্রমিক পেলো ঈদ সামগ্রী

মোংলা বন্দরে ২৯শ শ্রমিক পেলো ঈদ সামগ্রী

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মোংলা সমুদ্র্র বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারিদের মাঝে বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করেছে মোংলা বন্দর, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও ইষ্টিভিডরস মোংলা বন্দর বার্থশিপ অ্যাসেসিয়েশন কর্তৃপক্ষ।

গত রবিবার বিকালে মোংলা বন্দর শ্রমিক কর্মচারি সংঘের চত্বরে প্রথম পর্যায় প্রায় ২ হাজার ৯শ’ শ্রমিক কর্মচারিদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করে বন্দর ব্যবহারকারীরা। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা শ্রমিক-কর্মচারিদের মাঝে চাল, ডাল, চিনি, আলু, তেল, লবন, সেমাই ও দুধসহ সাড়ে ১৭ কেজি ওজনের প্যাকেটের খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, সহকারী ট্রাফিক ম্যানেজার শামীম হাওলাদার, উপ-সচিব (বোর্ড ও জনসংযোগ) মোঃ মাকরুজ্জামান, মোংলা বন্দর চেয়ারম্যানের পিএস মো. নিয়ামুর রহমান, তথ্য সহকারী খন্দকার মনিরুল ইসলামসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন