পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মোংলা সমুদ্র্র বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারিদের মাঝে বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করেছে মোংলা বন্দর, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও ইষ্টিভিডরস মোংলা বন্দর বার্থশিপ অ্যাসেসিয়েশন কর্তৃপক্ষ।
গত রবিবার বিকালে মোংলা বন্দর শ্রমিক কর্মচারি সংঘের চত্বরে প্রথম পর্যায় প্রায় ২ হাজার ৯শ’ শ্রমিক কর্মচারিদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করে বন্দর ব্যবহারকারীরা। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা শ্রমিক-কর্মচারিদের মাঝে চাল, ডাল, চিনি, আলু, তেল, লবন, সেমাই ও দুধসহ সাড়ে ১৭ কেজি ওজনের প্যাকেটের খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, সহকারী ট্রাফিক ম্যানেজার শামীম হাওলাদার, উপ-সচিব (বোর্ড ও জনসংযোগ) মোঃ মাকরুজ্জামান, মোংলা বন্দর চেয়ারম্যানের পিএস মো. নিয়ামুর রহমান, তথ্য সহকারী খন্দকার মনিরুল ইসলামসহ আরও অনেকে।