ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মান্দায় পাকাঘর পাচ্ছেন আরও ৫২ পরিবার

মান্দায় পাকাঘর পাচ্ছেন আরও ৫২ পরিবার

ভূমিহীন ও গৃহহীন পরিবার পূনর্বাসন কার্যক্রমের ধারাবাহিকতায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নওগাঁর মান্দায় পাকাঘর পাচ্ছেন আরও ৫২ পরিবার। এরই মধ্যে সব স্থাপনার নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

আজ ২৬ এপ্রিল সারাদেশে একযোগে এসব বসতঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে রবিবার বিকেলে পরিষদের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক। এ প্রসঙ্গে ইউএনও আবু বাক্কার সিদ্দিক বলেন, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১১১ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর তুলে দেওয়া হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে একই প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে আরও ৫২ পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়। ইউএনও আরও বলেন, এরই মধ্যে ‘ক’ শ্রেণিভুক্ত ব্যক্তিদের তালিকা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর স্থানীয়ভাবে সুফলভোগীদের মাঝে জমির কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান, গৃহ প্রদানের সার্টিফিকেট ও ডিসিআর তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির মুন্সি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন