ঢাকা | শুক্রবার
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অসহায় তপুরের নেছা পেলেন মাথা গোঁজার ঠাঁই

অসহায় তপুরের নেছা পেলেন মাথা গোঁজার ঠাঁই

সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্বাস উদ্দিন অসহায় বৃদ্ধা তপুরের নেছাকে এ ঈদ উপহার প্রদান করেন। পাশাপাশি উপজেলার সাহেবগঞ্জে একটি মসজিদ পুনঃনির্মাণে ৫ লাখ টাকার অনুদান দেন তিনি

চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দীন। সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় সুপ্রীম কোর্টের সিনিয়র এ আইনজীবীর বিশেষ খ্যাতি রয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে এবার ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালী গ্রামে অসহায় বৃদ্ধা তপুরের নেছাকে নিজস্ব অর্থায়নে একটি ঘর উপহার দিয়েছেন তিনি। এতে বৃদ্ধ বয়সে ওই নারী খুঁজে পেয়েছেন মাথা গোঁজার ঠাঁই। গত রবিবার সকালে ওই বৃদ্ধার হাতে ঘরের চাবি তুলে দেন তিনি।

বিকালে তারই প্রতিষ্ঠিত সাহাদাতউল্লাহ ফোরকানিয়া মাদ্রাসার সংস্কার কাজ ও পুনঃকার্যক্রমের উদ্বোধন করেন। বাদ আছর উপজেলার চরমুঘুয়া এলাকায় অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। পরবর্তীতে চরমুঘুয়া জামে মসজিদের নির্মাণ কাজের জন্য মসজিদ কমিটির সভাপতি, সাবেক চেয়ারম্যান ইস্কান্দার আলী ও মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস কবিরের হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এর আগে এলাকাবাসীর মাঝে ইফতারি বিতরণ করেন আব্বাস উদ্দিন।

এ সময় তিনি বলেন, ‘রমজান হলো আত্মশুদ্ধির মাস। নিজেকে পরিশুদ্ধ করার মাস। এ মাসে প্রশিক্ষণ নিয়ে আমরা যেন বাকি এগারো মাস নিজেদেরকে সত্যিকারের মুসলমান হিসেবে পরিচয় দিতে পারি সে কর্মকান্ড করবো। আমাদের দ্বারা যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যে, যে যেই সেক্টরে আছি সে সেক্টরকে যেন সঠিকভাবে পরিচালিত করতে পারি। মনে রাখতে হবে সবসময় আল্লাহর ভয় মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সবকিছু দেখছেন। আমরা যেমন রোজা রাখা অবস্থায় আল্লাহর ভয়ে কিছু খাচ্ছি না। তেমনি করে সব পাপাচার থেকে বিরত থাকবো ওই আল্লাহর ভয়ে। রোজা আমাদেরকে সেটাই শিক্ষা দিচ্ছে।’ দিনব্যাপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসনে, মনির হোসনে ও আজিজুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন