ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

তরুণীর হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার

তরুণীর হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের মস্তফাপুর এলাকায় ফারজানা নামে এক  গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় ইউনিয়নের লালমাই পাহাড়ের পাদদেশের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফারজানা কুমিল্লার আদর্শ সদরের কালিরবাজার ইউনিয়নেরর আলেখার চর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। সে পাশের অলিপুর এলাকার অটো চালক ইকবালের স্ত্রী। ফারজানার স্বামী ইকবাল তিন দিন আগে একটি চুরিমা মলায় জেল থেকে জামিনে ছাড়া পায়। শনিবার বিকেলে ফারজানাকে তার বাবার বাড়ি আলেখার চর থেকে নিজের বাড়িতে যায় ইকবাল। পরদিন রোববার সকালে ফরজানার বাড়িতে ফোনকরে ইকবাল জানায় ফারজানাকে কে-বা কারা হত্যা করে ধান ক্ষেতে ফেলে রেখেছে। খবর পেয়ে স্বজনরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়। পুলিশ জানায় পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থকেতে পারে।

সংবাদটি শেয়ার করুন