ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শুরু হচ্ছে ঢাকা থেকে সিকিমে বাস চলাচল

প্রথমবারের মতো ঢাকা থেকে ভারতের দার্জিলিং ও সিকিমে চালু হচ্ছে বাস সার্ভিস । বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সূত্রে জানা গেছে আগামী ১২ ডিসেম্বর এ সার্ভিসের ট্রায়াল রান যাত্রা হবে।

বিআরটিসি’র চেয়ারম্যান এহছানে এলাহী এ বিষয়ে জানান, আগামী ১২ ডিসেম্বর দুটি বাস সিকিম ও দার্জিলিংয়ের পথে রওনা দেবে।  রাজধানীর মতিঝিল থেকে বাস দুটি ছাড়বে। পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরে আসবে ১৬ ডিসেম্বর।

১২ ডিসেম্বরের যাত্রাটি ট্রায়াল রান হবে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ঢাকা-সিকিম রুটের বর্তমান অবস্থা, পর্যটক সুবিধা ও নিয়মিত বাস চালু করতেই ট্রায়াল রানটি চালানো হবে। জানা গেছে ঢাকা থেকে ট্রায়াল রানে যাওয়া বাসগুলোতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কারিগরি টিম থাকবে।

ঢাকা থেকে বাংলাবান্ধার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার। ঢাকা থেকে শিলিগুড়ির দূরত্ব ৫২০ কিলোমিটার। সেখান থেকে সিকিমের গ্যাংটকের দূরত্ব আরও ১২০ কিলোমিটার। নতুন এ বাস সার্ভিস চালু হলে ভারতের এ দুটি পর্যটন গন্তব্যে আগের চেয়ে সহজে ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন ভ্রমণপিপাসুরা।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন