নরসিংদীর রায়পুরায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষ দলের সদস্যের চড়ের আঘাতে ধন মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২১ এপ্রিল দিবাগত রাতে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বটতলীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ধন মিয়া (৫৫) রায়পুরার বটতলীকান্দি গ্রামের মৃত আবদুস সামাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মৌসুমী ফলের পাইকার ছিলেন।
স্থানীয়রা জানায়, বাঁশগাড়ি ইউনিয়নের বটতলীকান্দি গ্রামে দীর্ঘদিন ধরেই বর্তমান ইউপি চেয়ারম্যার জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকদের বিরোধ চলছিলো। এরমধ্যে পরিস্থিতি শান্ত হলে গত কয়েকমাস ধরে সবই স্বাভাবিক ছিলো। গত বৃহস্পতিবার রাতে সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থক ধন মিয়া এবং বর্তমান চেয়ারম্যান জাকির এর সমর্থক লিটনের দোকানে খেজুর বিক্রির পাওনা টাকা আনতে যায়। দোকানে লিটনকে না পেয়ে তার ভাই হারুন মিয়া ও দোকানের কর্মচারি মাইন উদ্দিন এর সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হারুন ধন মিয়াকে থাপ্পর দিলে ধন মিয়া ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে রায়পুরা থানা পুলিশ।