বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে গাজীপুরে। ১০ডিসেম্বর সকালে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল এর গাজীপুর মহানগর শাখার উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা এলাকায় প্রদক্ষিণ করে। র্যালি শেষে বক্তব্য রাখেন মানবাধিকার কাউন্সিল গাজীপুর মহানগর শাখার সভাপতি মো: আলাউদ্দিন চৌধুরী।
আলাউদ্দিন চৌধুরী বলেন, নিজেদের অধিকার সম্পর্কে প্রত্যেককে সচেতনতার মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বজুড়ে মানবাধিকার বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।
দরিদ্র দেশগুলোর কোটি কোটি মানুষের মানবাধিকার হচ্ছে ক্ষুধার্ত মানুষের আহার যোগানোর নিশ্চয়তা, কায়িক পরিশ্রমী শ্রমিক-মজুর তাদের ন্যায্য মজুরি পাওয়ার নিশ্চয়তা, অমানবিক নির্যাতন থেকে নিজেকে রক্ষা করার প্রচেষ্টা, নারীদের ধর্ষিত হওয়ার লোমহর্ষক ঘটনা এবং স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার আকাঙ্খাই হচ্ছে মানবাধিকার দিবসে উন্নয়নশীল বা দরিদ্র দেশগুলোর মানুষের প্রত্যাশা।
এছাড়া বাংলাদেশসহ বেশিরভাগ উন্নয়নশীল দেশে রাজনৈতিক ধ্বংসযজ্ঞ কর্মসূচী কর্তৃক অসংখ্য মানুষ হতাহতের ঘটনা মানবাধিকার সম্মত সমাজ ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে। মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা চালিয়ে মানবাধিকার লঙ্গন করছে।




