সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মোবাইল হারালো মাদারীপুরে, উদ্ধার সৌদি আরবে!

মোবাইল হারালো মাদারীপুরে, উদ্ধার সৌদি আরবে!

একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ১২৯ দিন (৪ মাস ৯ দিন) পর সৌদি আরব থেকে উদ্ধার করেছে যশোরের অভয়নগর থানা পুলিশ। গত ১৮ এপ্রিল রাতে উদ্ধার করা মোবাইল ফোনটি মালিকের কাছে হস্তান্তর করা হয়। মোবাইল ফোনটির মালিক অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম।

জানা যায়, ২০২১ সালের ১৯ ডিসেম্বর অভয়নগর থেকে মাদারীপুরে বেড়াতে যান মাসুদ করিম। সেখানে দিনের কোনো এক সময় তার ‘স্যামসাং ব্রান্ডের এ-৭০’ মডেলের মোবাইল ফোন হারিয়ে যায়। ওইদিন বিকেলে তিনি মাদারীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১০০০) করেন। পরে জিডির কপি অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসানের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি শামীম হাসান বলেন, যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় জানতে পারি হারিয়ে যাওয়া মোবাইল ফোন সিলেট জেলা শহরে এক নারী পাঁচদিন ব্যবহার করেছেন। পরে ওই নারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার স্বামী সৌদি আরবে যাওয়ার আগে ফোনটি কিনেছিলেন। ফোনটি তার স্বামী সৌদি আরবে নিয়ে গেছেন।

ওসি আরও বলেন, এরপর ওই নারীর মাধ্যমে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনটি দেশে পাঠানোর ব্যবস্থা করেন। সোমবার রাতে প্রকৃত মালিক অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিমের কাছে হস্তান্তর করা হয়।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পদ্মা নদীতে বিরল প্রজাতির ডলফিন

সংবাদটি শেয়ার করুন