কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে জলপাই রাঙ্গা সাগর প্রজাতির মৃত মা কচ্ছপ। শুক্রবার রাতে জোয়ারের পানিতে সৈকতের ঝাউবন পয়েন্ট এলাকায় এটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয় তারা।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানায়, কচ্ছপটির বৈজ্ঞানিক নাম লিপিডোসিলাস ওলিভেসা। এটির ওজন ৩০ থেকে ৩৫ কেজির মতো। জেলেদের জালের আঘাতে দুই তিন দিন আগে কচ্ছপটি মারা যেতে পারে বলে তাদের ধারনা। এটির মুখ এবং পা অর্ধগলিত রয়েছে।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষ(এসিএফ) তারিকুল ইসলাম জানান, কচ্ছপের মৃত্যুর রহস্য উন্মোচনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, এবছর কুয়াকাটা সৈকতে এটি নিয়ে মোট ৭ টি মৃত কচ্ছপ ভেসে এসেছে।