গাজীপুরের শ্রীপুরের বরমী বরকুল ও বরামা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে যৌথভাবে গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
৮ ডিসেম্বর ২০১৯ইং রোববার, দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান।
এদিকে গাজীপুরের পরিবেশ অধিদপ্তর সূএে জানা গেছে, গাজীপুরের শ্রীপুরের বরমী বরকুল ও বরামা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় ৩টি ইটভাটা ভেকু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
এদিকে ভেঙে গুড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো- বরকুল এলাকায় মেসার্স হুমায়রা ব্রিকস (এম এইচবি) এবং বরামা এলাকায় মেসার্স সালাউদ্দিন ব্রিকস (এমএসবি) ও মেসার্স আশরাফুল ব্রিকস (এম এ বি)। এর মধ্যে মেসার্স সালাউদ্দিন ব্রিকস মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম সরকার, পরিদর্শক শেখ মোজাহিদ, আব্দুল রাজ্জাক ও গাজীপুরের র্যাব-১ এর সদস্য এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
আনন্দবাজার/আবুল হোসেন সবুজ