ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

`ডিজিটাল বাংলাদেশ একদিন স্মার্ট হবে’

তরুণ সম্প্রদায়কে যথাযথভাবে গড়ে তুলতে পারলে ডিজিটাল বাংলাদেশ একদিন স্মার্ট হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গণভবনে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের তৃতীয় সভায় এ কথা বলেন তিনি। এতে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে হবে।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, বাণিজ্যিক এবং বিজ্ঞানের ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন