ঢাকা | রবিবার
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অবৈধ ইটভাটা ভেঙ্গে জরিমানা আদায় ১২ লাখ টাকা

অবৈধ ইটভাটা ভেঙ্গে জরিমানা আদায় ১২ লাখ টাকা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর দারিয়াপুর এলাকায় অবস্থান গ্রহনযোগ্য নয় অর্থাৎ (অবৈধ) এমন ৬টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ এপ্রিল) দিনব্যাপী এই অবৈধ ইটভাটা বিরোধী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন কালিয়াকৈর ও পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে নের্তৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এদিকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া অবৈধ ইটভাটাগুলো হলো- উত্তর দাড়িয়াপুর এলাকার মেসার্স আরআরবি ব্রিকস, মেসার্স কেবিএম ব্রিকস, মেসার্স কেএমবি ব্রিকস্, মেসার্স ফান ব্রিকস্, মেসার্স কিরণ ব্রিকস, মেসার্স স্টার ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায় উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়াসহ এসকেভেটর মেশিন দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে আগুন নিভিয়ে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়।

এদিকে ৬টি ইটভাটার সবগুলোকেই ২ লাখ টাকা করে মোট ১২ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মঈনুল হক, পরিদর্শক সঞ্জিত বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্ধ ও আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন