ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পাহাড়ে বৈসাবি উৎসব শুরু

পাহাড়ে বৈসাবি উৎসব শুরু

পার্বত্য অঞ্চলে শুরু হয়েছে বৈসাবী উৎসবের আমেজ। রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষের সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু তথা বৈসাবী উৎসবকে ঘিরে উৎসবের নানান রঙে সাজতে শুরু করেছে পুরো পার্বত্য চট্টগ্রাম।

বৈসাবী উৎসবের বর্ণিল আয়োজনে ৪ এপ্রিল বিকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠির সাংস্কৃতিক ইনিষ্টিটিউট প্রাঙ্গনে শুরু হয়েছে ৫ দিনের বিজু সাংগ্রাই বৈসুক বিষু সংস্কৃতি মেলা।

মেলার ৩০টি স্টলে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর আলোকচিত্র ও ঐতিহ্যবাহী বস্ত্র ও হস্ত সামগ্রী প্রদর্শনী হচ্ছে। এছাড়া রয়েছে নানান সাংস্কৃতিক পরিবেশনা ও শিশু চিত্রাংকন প্রতিযোগিতা। এর আগে বিজু সাংগ্রাই, বৈসুক, বিষু তথা বৈসাবী উৎসবকে স্বাগত জানিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্ষুদ্র নৃ গোষ্ঠির ইনিষ্টিটিউটে শেষ হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় আদিবাসীদের মনোজ্ঞ ডিসপ্লে।

পরে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউট প্রাঙ্গনে বিজু সাংগ্রাই বৈসুক বিষু মেলার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এ সময় রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইমতাজ উদ্দিন এনডিসি, পিএসসি, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক ইনিস্টিউট মাঠে আলোচনা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন