আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ে। আজ রোববার (৮ ডিসেম্বর) সকালে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াসতাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা কিনা চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা। বেশ কয়েকদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ে ঠাণ্ডার তীব্রতা বিরাজ করছে।
এর আগেও শনিবার (৭ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো পঞ্চগড়ে।
আবহাওয়া অফিসের তথ্য মতে, হিমালয়ের পাদদেশে পঞ্চগড় অবস্থিত হওয়ায় দেশের অন্যান্য জেলার তুলনায় এ জেলায় সর্বপ্রথম শীতের আগমন ঘটে। এছাড়াও পুরো শীত মৌসুমে শীতের তীব্রতা তুলনামূলক ভাবে এখানে বেশি থাকে। এ বছর পাহাড়ি হিমেল হাওয়ার জন্য শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। যার ফলে জেলার ৫ উপজেলার মানুষ পড়েছে চরম বিপাকে।
গত কয়েকদিন ধরে এই জেলায় তাপমাত্রা ১৪ থেকে ৯ ডিগ্রিতে উঠা নামা করছে। তবে আজ হঠাৎ করেই তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমেছে। এদিকে গত বৃহস্পতিবার থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা উঁকি দিতে শুরু করেছে ফলে খালি চোখেই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।
জেলার ভজনপুর এলাকার বাসিন্দা সীমান্ত বাবু বলেছেন, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকলেও সকাল ৯টার পর শীতের তীব্রতা কিছুটা কম থাকে। এবার হিমেল হাওয়া প্রবাহিত ও কুয়াশার কারণে শীতের তীব্রতা অনেক বেশি।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আজ রোববার তেঁতুলিয়া আবহাওয়া অফিসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস যা এবছর দেশের মধ্যে সর্বনিম্ন। চলতি বছরে হিমেল হাওয়া বৃদ্ধি পাওয়ায় শীতের তীব্রতা অনেক বেশি দেখা দিচ্ছে।
আনন্দবাজার/এম.কে