নীলফামারীর চিলাহাটি উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের সেবা নিতে প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার দুরে যেতে হয়। এনিয়ে গরীব দু:খি মানুষের দুঃখের শেষ নেই।
এদিকে মানুষের কষ্ট লাঘবে স্বল্পমূল্যে ক্লিনিক সেবা নিয়ে চিলাহাটিতে সেবা ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় চিলাহাটির আবুল মেম্বারের চৌরাস্তায় ফিতাকেটে উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় ডোমার উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডায়গনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মিলন প্রমুখ।