ঢাকা | শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিকল্প সড়ক ছাড়াই ভাঙা হলো সেতু

বিকল্প সড়ক ছাড়াই ভাঙা হলো সেতু
  • দুর্ভোগে জনসাধারণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভাধীন আলমনগর উত্তর পাড়ার সেতুটির বিকল্প সড়ক না করেই ভেঙে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান ট্রেডার্স। এ সেতু দিয়ে প্রতিদিন আলমনগর এবং নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ৬/৭টি গ্রামের জনসাধারণ ও যানবাহন যাতায়াত করে। উপজেলা সদরের বিভিন্ন অফিস, হাসপাতাল, নবীনগর বড় বাজারসহ থানা সদরে যাতায়তের প্রধান সড়ক এটি।

সেতুটির বিকল্প সড়ক না থাকায় জনসাধারণের দুর্ভোগের শেষ নেই। স্থানীয়রা জানান, আমরা ব্যক্তিগত উদ্যোগে সেতুটিতে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করছি। শিশু, মহিলা, বৃদ্ধ, হাজারো জনসাধারণ তাদের জামা কাপড় ভিজিয়ে চরম ভোগান্তি নিয়ে পারাপার হচ্ছে।

ঠিকাদার লোকমান হোসেন জানান, সেতু নির্মাণের জন্য সেতুটির এক মাথায় আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তার বিপরীত দিকে রয়েছে ব্যক্তি মালিকানাধীন জায়গা। ব্যক্তি মালিকানাধীন জায়গায় ঘরও নির্মিত রয়েছে। সে জায়গার ঘর সরিয়ে না নিলে বা তারা বাধা দিলে আমরা সেতুর কাজ শুরু করব কিভাবে।

উপজেলা প্রকৌশলী মো. ইসতিয়াক হাসান জানান, বিকল্প সড়ক তৈরি না করে সেতু ভাঙার নিয়ম নেই, সেজন্য আমরা ঠিকাদারকে চিঠি দিয়েছি। দ্রুত সেতুটির কাজ শুরু করার কথা, তবে স্থানীয় কিছু সমস্যা থাকায় কাজটি শুরু করা হয়নি।

পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস বলেন, খুব শীঘ্রই বিকল্প সড়কের ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন