টাংগাইলের মধুপুর উপজেলার ইদিলপুর বাজারে মধুপুর কৃষি সেবা দারিদ্র বিমোচন সমবায় সমিতি লি. আয়োজনে ও সারাবাংলা কৃষক সোসাইটি ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশ এর সহযোগিতায় শনিবার দুপুরে ডিজিটাল গ্রাম মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় মধুপুরে উৎপাদিত আনারস, আম, লিচু, কলা,আলু, কাঁঠাল ইত্যাদি থেকে তৈরি জ্যাম, জেলি, চিপস সহ বিভিন্ন রকমের খাবারের পন্য প্রদর্শন করা হয়। প্রান্তিক গ্রামের কৃষকদের ডিজিটাল সেবা অনলাইনে কৃষি সেবা, চিকিৎসা সেবাসহ সকল ধরনের সেবা সমূহ কৃষকদের মাঝে উপস্থাপন করা হয়।
উক্ত মেলায় মধুপুর কৃষি সেবা দারিদ্র বিমোচন সমবায় সমিতি লি. ইদিলপুর শাখার সভাপতি আ. মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউশনারা ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর সমবায় ফেডারেশনের সভাপতি অধ্যাপক আবু সাইদ, সহ-সভাপতি আনিছুর রহমান সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন প্রমুখ। এসময় মেলায় উপস্থিত সকল কৃষক-কৃষাণী তাদের তৈরি পণ্যের বাজারজাত করনের জন্য বিএসটিআই অনুমতি ও সরকারের কাছে সহযোগিতার প্রার্থণা করেন।