ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রামগঞ্জে লেগেছে উন্নয়নের ছোঁয়া: মোস্তাফা জব্বার

গ্রামগঞ্জে লেগেছে উন্নয়নের ছোঁয়া: মোস্তাফা জব্বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজে অপটিক্যাল ফাইবার সংযুক্তি উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে যোগ দেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে উন্নয়নমূলক কাজ হয়, আজ উন্নয়নের ছোঁয়া প্রতিটি গ্রামেগঞ্জে লেগেছে, গ্রাম হবে শহর এবং তৃণমূলের মেহনতী মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।

মন্ত্রী তার পৈত্রিক আদি বাড়ি উপজেলার কৃষ্ণনগর ইউপির লক্ষ্মীপুর গ্রামের স্কুল জীবনের স্মৃতিচারণ করে ছাত্র ছাত্রীদের উদ্দেশে বলেন, মা, বাবা ও শিক্ষকদের সম্মান করতে হবে, যে জাতি যতবড় শিক্ষিত সেই দেশ তত উন্নত। সবাই আমরা যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। এর পূর্বে মন্ত্রী উপজেলার কৃষ্ণনগর ইউপির লক্ষীপুর গ্রমে পৈত্রিক আদি বাড়ি পরিদর্শন ও একটি অপটিক্যাল ফাইবার সংযুক্তি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ও শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল কলেজের গভর্নিংবডির সভাপতি মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার, বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল মতিন, টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাব উদ্দিন, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলাম, পুলিশ সুপার আনিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক।

সংবাদটি শেয়ার করুন